নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্রী

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩

এইখানে নিশিথের ছায়ার তলে

ঘুমায় যে সে প্রেমিক ছিল;

চিনেছো?

চিনেছো তার সবুজ কবিতা,

যারা ব্যথা নিয়ে বেঁচে আছে

যারা ধরেছে তোমার অস্পষ্ট মুখের আদল,

চিনেছো ওদের?



সজল চোখের ভাষায় এঁকে গেছে কেউ

তোমার অহংকার প্রতারণা আর যত খেলা খেলেছো পুতুল করে

এই খানে পৃথিবীর বুকে,

তারপর ঝড়ে গেছে অভিমানে;

নিশিথের ছায়ার তলে সে ঘুমায় এখন

পাঁচটি বিভোর নদী যেমন পড়ে আছে গভীর ঘুমে নক্ষত্রের তলে।



হেঁটে গেলে সময়, উঠোনে যখন তীর্যক রোদ,

চলে যায় রূপ গন্ধ আবেগ আর আয়ু পাশাপাশি হাতে হাত রেখে..

কি থাকে তোমার সে পড়ন্ত বেলায়?

কি সম্বল নিয়ে তুমি দিগন্তে চোখ রাখো?

এক ঘুমন্ত কবির কবিতা ছাড়া আর কি থাকে তোমার?

তাই বুঝি পাখির নীড়ের চোখে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ো,

পুরুষ কে প্রেমিক কর

প্রেম আর আঘাতে কর কবি

তারপর সহস্রবর্ষী হও,

মুখে মুখে ফেরো কবিতায় পৃথিবীর পথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.