নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইখানে নিশিথের ছায়ার তলে
ঘুমায় যে সে প্রেমিক ছিল;
চিনেছো?
চিনেছো তার সবুজ কবিতা,
যারা ব্যথা নিয়ে বেঁচে আছে
যারা ধরেছে তোমার অস্পষ্ট মুখের আদল,
চিনেছো ওদের?
সজল চোখের ভাষায় এঁকে গেছে কেউ
তোমার অহংকার প্রতারণা আর যত খেলা খেলেছো পুতুল করে
এই খানে পৃথিবীর বুকে,
তারপর ঝড়ে গেছে অভিমানে;
নিশিথের ছায়ার তলে সে ঘুমায় এখন
পাঁচটি বিভোর নদী যেমন পড়ে আছে গভীর ঘুমে নক্ষত্রের তলে।
হেঁটে গেলে সময়, উঠোনে যখন তীর্যক রোদ,
চলে যায় রূপ গন্ধ আবেগ আর আয়ু পাশাপাশি হাতে হাত রেখে..
কি থাকে তোমার সে পড়ন্ত বেলায়?
কি সম্বল নিয়ে তুমি দিগন্তে চোখ রাখো?
এক ঘুমন্ত কবির কবিতা ছাড়া আর কি থাকে তোমার?
তাই বুঝি পাখির নীড়ের চোখে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ো,
পুরুষ কে প্রেমিক কর
প্রেম আর আঘাতে কর কবি
তারপর সহস্রবর্ষী হও,
মুখে মুখে ফেরো কবিতায় পৃথিবীর পথে।
©somewhere in net ltd.