নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁশি টা পড়ে আছে
বাতাসের ভেতর বাতাস ছুঁয়েছে তাকে
জানলা টা খোলা পেয়ে দূরন্ত বাতাস খেলে গেছে এলোমেলো বেসুরা খেলা
তবু সব স্তব্ধ হয়ে আছে এ চরাচরে
সকাল দুপুর সন্ধ্যা প্রতিটি বেলা।
বাঁশি টা পড়ে আছে
কত যুগ যেন বাতাসের ভেতর ফুসফুসহীন,
কত সুর তার অসময়ে থমকে গেছে বেখেয়ালে;
অভিশাপ দিয়ো না আনাড়ি রাখাল বলে
বাজাতে পারিনি উপযুক্ত সুরে,
প্রেম ও হৃদয়ঘাতী, কিছুটা মানুষ স্বপ্ন সুর সব হারিয়ে
ভেতরে ভেতরে ই মরে।
©somewhere in net ltd.