নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজন্ম এক ইচ্ছে ছিল মালিক হব, নদীর মালিক;
জাল ফেলবো না, নাও ভাসাবো না,
বাধ দেব না তীরের জমিন ভাঙ্গতে এলেও,
যেমন খুশি বইবে নদী
জোয়ার ভাটায় নিজের মত ই নিরবধি;
আমি শুধু চেয়ে রব দু চোখ মেলে
সকাল দুপুর রাত টি ধরে।
হঠাত্ করেই দৈব গুনে হাতের মুঠোয় নদীকে পেলাম
জলের ধ্বনি ভরলো আমার উঠোন হেসেল গৃহস্থলী,
তারপর এক ঝড়ের রাতে কোন সে শাপে
সে নদী টা ই বদলে গেল,
বইতে চেলো নিজের মত আপন স্রোতে,
হাত খুলতেই ছুটে গেল সমুদ্র তে,
সেই যে গেল আর ফেরেনি এ তল্লাটে।
আজন্ম এক ইচ্ছে ছিল মালিক হব, নদীর মালিক-
আমার এখন হাজার নদী চোখে বুকে সঙ্গপনে
এখন আমার জলের ধারা পাড় ভাঙ্গা ঢেউ আছড়ে পড়ে
সকাল দুপুর রাত টি ধরে বুকের মাঠে।
©somewhere in net ltd.