নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে প্রবল হিংস্র স্রোত
রক্ত বারুদ গ্রেনেড আর ট্রিগারে আঙুলধারীদের নতজানু সব,
ভেতরে কি? কতটা শান্ত আমি?
কতটা সহ্য সহজ?
বাইরে যখন উন্মত্ত ঝড়
মারনাস্ত্রের গর্জন বাতাসে
রাস্তায় ধারালো ছোরার ঝলমলে প্রতাপ,
আমি যত ই কান চেপে ধরি,
চোখ বুজে নিজেকে প্রবোধ দিই,
যত ই ফটকে ফটকে ঝোলায় তালা
পাঁচিল পেরিয়ে পথের সে উত্তাপ ঠিক ই পৌঁছায় উঠোনে,
দেয়াল বেয়ে উঠে আসে ঘরের ভেতর
তারপর সমস্ত বালিস বিছানায় জ্বলে উঠে দাবানল!
আমি খুব ই শান্ত মানুষ,
রাজনীতি বুঝি না,
বুঝিনা সংঘাতের কারণ,
নিজের মত থাকি, প্রতিবেশীর সাথে দেখা হলে সামান্য কুশল বিনিময়-
এটুকু ই লেনদেন;
অথচ বাইরে প্রলয়!
ভেতরে কি?
কতটা শান্ত আমি?
সময় থেকে পালানো কি এতোটা সহজ?
©somewhere in net ltd.