নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমার আর কোন জানালা খোলে না
চারিদিকে দেখি শুধু ধূষর কালো অন্ধকার
অথচ সূর্য পোড়ায় মাংসের শরীর
অন্ধকার যেমন পোড়ায় ভেতর।
অনাহারী পাথুরে পাহারের মত,
বদ্ধ পুকুরের মত-
আমার সবকিছু এখন সুনির্দিষ্ট স্থির,
সব কিছু বন্টিত,
সব উপকূল সব জলের দ্রাঘিমায়
এখন ফ্রিগেট সাবমেরিন ওয়ারহেড এর ভীষণ পাহারা,
সীমান্তে সুউচ্চ দেওয়াল!
অনুকূল বসন্তের নিশ্চিত স্বপ্নে মাটির গভীরে ঘুমাতে পারে ঘাসের বীজ,
পথের ধারে দাড়ি গোঁফের ঝূপরী নামিয়ে অপেক্ষায় থাকতে পারে শতবর্ষী বট ও
অথচ আমার কোন অপেক্ষা থাকে না,
কোন স্বপ্ন থাকে না আগামীর!
এখন আমার, আর কোন জানালা খোলে না।
২| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৪০
মিনুল বলেছেন: সুন্দর ++++
৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭
বালি আহমেদ বলেছেন: ভালো
৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:৫৬
শ্লোগান০০৭ বলেছেন: পরিপাটি কবিতা
৫| ১০ ই জুন, ২০১৪ রাত ২:৫৬
হাফিজ হিমালয় বলেছেন: অনুকূল বসন্তের নিশ্চিত স্বপ্নে মাটির
গভীরে ঘুমাতে পারে ঘাসের বীজ।
খুব সুন্দর হইছে
৬| ১০ ই জুন, ২০১৪ সকাল ৮:১৯
উদাস কিশোর বলেছেন: চমত্কার কবিতা
৭| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:২৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
৮| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২
ৎঁৎঁৎঁ বলেছেন: মুগ্ধপাঠ!
অনেক অনেক ভালো লাগল!
৯| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:১৮
সোজা কথা বলেছেন: খুলোক আপনার সব জানালা, কারো জন্য অপেক্ষারত থাকুন আপনি! সেই কামনা।
১০| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কোন স্বপ্ন থাকে না আগামীর!
এখন আমার, আর কোন জানালা খোলে না।
সুন্দর +++
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৮
লাল নীল স্বপ্ন বলেছেন: ভাল লাগলো।