নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন থাকব না সেদিনও এমন ই জ্যোত্স্না হবে
এটা ভাবতেই বুকের মাটি ফাটা শব্দ শুনি,
চোখের সামনে নৈঃশব্দের রাত ভেঙ্গে তারস্বরে উড়ে যায় একশ কাক,
তার পর সব অর্থহীন মনে হয়!
যেদিন ছিলাম না, যেদিন কেউ পরিয়ে দেয়নি চাঁদের তিলক;
যেদিন প্রথম হাত বাড়াইনি ছুঁতে, যেদিন তাকে বলিনি আমার প্রিয়ার কথা-
সেদিনও এমন ই জ্যোত্স্না ছিল,
পূর্বের চাঁদ একটু একটু করে হেলে ছিল পশ্চিমে...
যেদিন থাকবো না, সেদিনও এমন ই জ্যোত্স্না হবে,
রূপলী আলো বুঝে নেবে এ শহরের প্রতিটি ছাদের অধিকার,
সেদিনও হয়তো কেউ সেই নির্বিকার সুন্দরের তলে কায়মনে প্রার্থনা জানাবে
তবু পাবে না তাকে,
কিছু কিছু ভালবাসা কিছু কিছু প্রেম এমন ই
অধরা ই থাকে জীবনে।
©somewhere in net ltd.