নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন পর আর একবার যদি দেখা হয়ে যায়
বলেছিলাম আমি চিনবো না,
অথচ আজ সচল পৃথিবীকে নিশ্চল করে পিছে হেঁটে গেছি,
গেছি বাস্তব সুখ থেকে দুঃখের কিনারে
ফুল ফেলে বিঁধেছি তীক্ষ্ন কাটায়;
এই মানুষের ভীর এই ব্যস্ত শহর
সমস্ত ভূ-লোক তোলপাড় করে দ্বারস্থ হয়েছি স্মৃতির,
প্রলয় হাওয়ার সন্ত্রাসে মুহূর্তে উজাড় করে বর্তমান গ্রীষ্ম
ধরেছি জলের বন্দনা!
বহুদিন পর আর একবার যদি দেখা হয়ে যায়
বলেছিলাম- আমি চিনবো না,
ভুলে যাবো তাকে!
©somewhere in net ltd.