নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে বোধেরা সাঁতরে যায় মস্তিষ্কের ভেতর
ওষ্ঠ ত্বক চুলে এক ধরণের তাড়না অনুভব করি
দম বন্ধ করা দুঃস্বপ্নের ভেতর থেকে জেগে ওঠার জন্য হাত পা ছুড়ি বিছানায়
অথচ ভাঙ্গে না ঘুম, শেষ হয় না সে সব দুঃস্বপ্নের।
যারা দিন-ডুবির কালে বেছে নিয়ে ছিল অসীম রাত
তারা সব নিদ্রা গেছে সুখে
বেঁচে আছে সব বেচে বর্তমানে,
কেউ কেউ অতীত পুঁথি আওরে-
অতীতের বীরত্ব গাথায়;
আমিও অন্ধকারের সন্তান
শেষাবধি অন্ধকারেই ফিরি,
তারপরও, মাঝে মাঝে বোধেরা সাঁতরে যায় মস্তিষ্কের ভেতর,
রেখে যায় অজস্র রাত্রির বিস্তৃত অবসন্নতা।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:০৫
সাইফুল সোহেল বলেছেন: It's true