নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেদনা রা দীর্ঘ হলে শব্দ রা অর্থ হারায়
কিছু কিছু শব্দ অনুচ্চারিত ই থাকে— ব্যর্থতায়;
বিগত বর্ষণের ব্যাথা নিয়ে ঝরে পড়ে হলুদ পাতারা সামান্য শিশিরে
তবু পতনের চিহ্ন নিয়ে বৃক্ষেরা মেলে ধরে বাহু পরস্পর পরস্পরে নিকট,
মানুষ পারে না মানুষ কে এতোটা দেখাতে—
এতোটা অতীত বর্তমান
এতোটা সুখ দুঃখের হিসাব,
মানুষ শুধু অব্যক্ত শব্দে দীর্ঘ করে বেদনার ডুব চর।
পরস্পর পরস্পরের কাছে কিছু কথা থাকে
কিছু চাওয়া যদি বলি ভুল হবে না,
পাখিরা পারে তবু মানুষ পারে না মানুষ কে জানাতে সে সব।
পাখিদের আকাশে এক ই রং এক ই গোধূলী উষা,
মানুষে মানুষে আকাশ মেশে না,
মেশে না রঙে ও ঋতুতে
মানুষে মানুষে অনেক আকাশ।
©somewhere in net ltd.