নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার পাশে সব সময় একজন স্বৈরাচারী প্রেমিক থাকে
যে গণতন্ত্রে বিশ্বাস করে না,
বিশ্বাস করেনা ভিখেরীদের সমাজতান্ত্রিক অধিকার;
তুমি যখন ভালোবাসায় গণতন্ত্রের কথা বল
আমি পরাজিত নেপলিয়নের শেষ যুদ্ধের স্মৃতি নিয়ে ভেতরে ভেতরে কম্পিত হই,
যখন তোমার মুখ থেকে সমাজতন্ত্রের সুষম বন্টনের কথা শুনি আমি ঈর্ষায় পুড়ি
ভয়াবহ দাবানলে পোড়া অরণ্যের জ্বালা কতটা রক্তে টের পাই।
আমি এখন পৃথিবীকে ঈর্ষা করি,
আমি ঐ ভিখেরীকে ঈর্ষা করি,
আমি ফুল কে ঈর্ষা করি
ঈর্ষা করি বসন্ত বাতাস—
যে তোমার সহানুভূতি পায়
যে তোমার কোমলতা কে স্পর্শ করে
আমি আজ তাদের সবাই কে ঈর্ষা করি,
আজ আমি তোমার জন্য সমস্ত পৃথিবীর বিপক্ষে দাড়িয়েছি।
আমি বিশ্বাস করি না তোমাদের ঐসব মাক্সবাদ লেলিনবাদ, সমাজতন্ত্রের কচকচানি
আমি ঘৃণা করি দারিদ্র কে, ঘৃণা করি ভালোবাসার ভিখেরে জীবন;
বন্ধুর দূর্ভিক্ষ পীড়িত হৃদয় আমাকে স্পর্শ করে না,
স্পর্শ করে না সিনেমা উপন্যাসের ঐসব দ্বৈত/ত্রিভূজ প্রেমের টানাপোড়ন;
আমি আমার ভালোবাসায় কানাকড়িও ছাড় দিতে প্রস্তুত নই,
প্রস্তুত নই আপস অথবা পরাজয়ে,
এখানে কোন প্রভু নেয়, আমি মানি না তাদের
মানি না সাম্যবাদ নামক সম্পদ লুন্ঠনের নিয়ম
পুঁজিবাদীর শিল্পজ্ঞানহীন হাতে গ্যালারির সব থেকে নিষ্কলুষ নিঁখূত পোর্টেট এর মালিকানা।
দাড়াক উপকূলের বিরুদ্ধ উপকূল
আকাশের বিরুদ্ধে আকাশ
পৃথিবীর বিরুদ্ধে আরেক পৃথিবী,
আমি অক্ষশক্তি মিত্র শক্তি কি চিনি না,
শুধু জানি আজ আমি হিটলার থেকেও স্বৈরাচারী
মাও সেতুং থেকেও ক্ষমাহীন
চে কিংবা ক্যাস্ট্রোর থেকেও বিপ্লবী,
অর্ধ ধ্বংশ এই গ্রহের সব মলিন ধূসর শুধু আমার মস্তিষ্কের সমস্ত কুঠুরিময় উজ্জ্বল এক তোমার চিবুক।
©somewhere in net ltd.