নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব ই দেখেছে চোখ রক্তে হাহাকার কার কত খানি
কতটা ই বা রক্ত পিপাসা কতটা আত্মগ্লানি,
তবু কত দূর হাজার বছর মুখ গুঁজে রাখি
ধুলো বালির উড়া উড়ি কত নিরর্থক শ্লোগান আর বানী,
অথচ শেখা হয়নি সত্যের স্বর
পৌনপুনিক ব্যর্থতায় প্রতিটি জনম ভুল স্বরে মন্ত্র জঁপে গেছে পাথরের দেবতায়।
সব ই দেখেছে চোখ ঘাতকের ছোরায় রোদের ঝিলিক
নিজের হাতে তার উজ্জ্বল্যতা ই বা কত,
কেউ নয় আলাদা অধিক,
বিরুদ্ধচারণে নিঃসঙ্গতার ভয় করেছে আমাকেও লুটেরাই;
কত যুগ হারিয়ে নিজেকে খুঁটে খুঁটে পথে
আবার ভরেছি জীবন
তবু পারিনি এড়াতে
তাড়িয়ে বেড়িয়েছে মরণের ভয়,
আঘাতের আগে ই নিজেই হেনেছি আঘাত,
খুব বেশি নয় পার্থক্য অধিক ঘাতক ও আমাতে,
আর কতটা রক্ত ঝরলে তুষ্টি মিলবে দেবতা ঈশ্বরে?
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: প্রথম ভালোলাগা ভ্রাতা +++
ঈদের আগাম শুভেচ্ছা রইলো