নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিনি কখনো!
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে সেই কবে!
প্রথম আড়স্ট চাহনী
হঠাত্ হাত জমে যাওয়া পকেটে,
অসংলগ্ন কথায়
ঘোর লাগা সে সব ক্ষণ
সব ই তো জানা ছিল,
কতটা উচ্ছাস পেয়েছে প্রকাশ
অদেখায় কতটা বিষাদ
কিছুই তো ছিল না অপ্রকাশিত,
আমার সমস্ত শরীর ওষ্ঠ আঙুল চোখ নাক চুল
তার থেকে বেশি মেলে ধরা ছিল হৃদয়
তোমার কাছে সব ছেলেমানুষি
বারাবারি সময় অসময়
সমকালচ্যুত প্রলাপ বকেছে মাতাল কবিতায়..
তারপরও, বলিনি কখনো?!
কতটা বললে বলা হয় তোমাকে চাই?
তোমাকেই ভালোবাসে হৃদয়?
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +