নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার তবে তুমি নাও আমার সমস্ত বসন্ত গুলো
কৃষ্ণচূড়া ফোঁটা রৌদ্র নীল দিন,
বছরের শেষার্ধে র কালপুরুষ খোঁচিত আকাশ;
নাও আমার দুঃখ গুলো
অশ্রু গুলো
অন্ধকার সিক্ত রাত গুলো
মস্তৃষ্ক ছিঁড়ে নাও পাতা ওলটানো দিন,
এবার আমি আমার পোশাকে লাগা শত মাটির ঘ্রাণ খুলে অনেক বর্ষার গন্ধ মেশানো শরীর তোমাকে দেখাই
দেখাই পাঁজরের ক্ষত উরুর দাগ
ব্যথাতুল চোখ,
দু'টি আজন্ম পরাশ্রয়ী হাত রাখি তোমার উপর।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।