নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার ছুঁয়ে দাও
মরণের মত আমি সেই ছোঁয়া নিয়ে চলে যাব নিথর মরুর দেশে
ডানা ভাঙ্গা পাখি,
হয়তো শেওলায় ঢাকবো নিজেকে পরিত্যাক্ত জলের পাথরে,
হয়তো বৃক্ষের মত শান্ত হব—
আঘাতেও অনুগত
তবু ফিরবো না,
একবার ছুঁয়ে দাও কথা দিচ্ছি রাখবো না দাবী।
অতোটা অনুরাগ রেখোনা গচ্ছিত
অতোটা দয়া মায়া প্রেম
যা কিছু চোখে নিয়ে ঘোর,
অতোটা তো চাইনি!
চাইনি শতাব্দীর জ্যোত্স্না তুমি খোল
গুপ্ত স্নানঘরে যেমন করে নিজের জন্য ফোঁট।
অহংকারের দু মুখো সাপ যে তোমায় দু মুখী করে
তার গলা চেপে একবার ফেরাও অধর,
দেহ প্রেম বিস্তৃর্ণ ভূমি নয় একটি আন্তরিক ওষ্ঠ রেখেছি পত্যাশায়..
একবার ছুঁয়ে দাও,
নিজেকে ভষ্ম করি সে আগুনে
শেষ বার মরণের মত।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা ++++++++
শুভেচ্ছা