নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ খুব দ্রুত বিভক্ত হয়
চলে যায় ভিন্ন পথে,
নদীর মত ই প্রকাশ্যে দিবা রাতে।
নদী আর কতটা ই বা ভাঙ্গে
বসত-ভিটা আবাদী জমি?
কতটা ই বা দ্বিধা বিভক্ত হয়
সরে যায় পিছে রেখে নিজের গড়া পলল ভূমি?
মানুষ ভাঙ্গে তার থেকে বেশি;
নদী তো বুকে করে টেনে আনে
পাখির নিবাস, বালি হাঁসের ঝাঁক, মুক্ত ঝিনুক,
সবুজে সাজায় চরের জমি;
মানুষ শুধুই বিভক্ত হয়,
হাজার শাখায় ভাঙ্গন নিয়ে পালিয়ে বেড়ায়
নিজের থেকেই।
মানুষ তবু নদীর মত ই,
হাতের ভেতর
চোখের ভেতর
বুকের ভেতর হাজার নদীর স্বত্ব রাখে;
যখন কোন জ্যান্ত নদী বুকের থেকে জন্ম নিয়ে চোখের সীমায় বইতে থাকে
মানুষ তাকে অশ্রু ডাকে,
কারো বা বুকের মাঝে ই ভাঙ্গন নদী
বুকের মাঝে ই নিঃশব্দে ভাঙ্গে;
কিছু কিছু মানুষ থাকে যাদের আবার হারিয়ে যাওয়া নদীর রেখা লুকিয়ে থাকে বুকের মাঝে,
শুকনো নদী ই ভাঙ্গতে থাকে বুকের জমি উল্টো-পাকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
কিছু কিছু মানুষ থাকে যাদের আবার হারিয়ে যাওয়া নদীর রেখা লুকিয়ে থাকে বুকের মাঝে
ভাল লাগল ৷