নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

উত্থান পর্ব

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

মাঝে মাঝে মনে হয় তুমি ওষ্ঠ বাড়িয়ে ই আছো

ওষ্ঠ বাড়ালেই ছোঁয়া যাবে তাকে,

তখন অগ্রগামী নাসা আর উনমুক্ত কপালে

আমি এক প্রচন্ড সম্মুখ মুখী টান অনুভব করি

এটা প্রেম না আদিম কোন আকর্ষণ আমি জানি না,

অথচ আমি স্বপ্নেও তোমায় অসম্মান করিনি কখনো,

আঙুলে আঙুলের অসতর্ক স্পর্শ আর কফি শপ এর উষ্ণ কাপে যুগল ঠোঁটের আলতো ছোঁয়া ছাড়া এগোয়নি কোন সম্পর্ক ই সেখানে,

রাত ঝরে গেছে স্বপ্ন শেষের আগেই;

তারপর ও, মাঝে মাঝে মনে হয় তুমি ওষ্ঠ বাড়িয়ে ই আছো!



আমার কল্পনায় মেডিটারেনিয়ান দের মত তীক্ষ্ন নাসা দীর্ঘ পল্লবের অধিকারিনী কেউ একজন আছে,

যার উন্নত বক্ষ, প্রথম চাঁদের মত অবতল কটি;

সে একাদশী চাঁদের মত সদা হাস্যজ্জ্বল নয়

নয় জ্যোত্‍স্নার মত মায়াবতী ও

বরং তার দু-ঠোঁট যেন ধরে রাখে তৃষ্ণার বহু কাক্ষিত জল

ঘাসের ডগায় শিশিরের মত টলমলে সুখের কুহক,

তার অহংকারী নিষ্পলক চাহনী ছুরির ফলার মত ই বৃদ্ধ করে হৃদয়

একসাথে প্রচন্ড আকর্ষণ ও বিকর্ষণ এর দ্বিমুখী স্রোতে ভাসিয়ে নিয়ে যায় অনিশ্চিত এক অচেনা জগতে,

সে জগত কোনো প্রেমের না আদিম বাসনার আমি জানি না,

অথচ আমি স্বপ্নে দেখে ছিলাম বাড়ি ফিরে এসেছি অসংখ্য সূর্যাস্ত পেড়িয়ে এক চাঁদের টানে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: এক অচেনা জগতে ঘুরে আসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.