নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অশ্রু মোছে এমন কোন টিশ্যু নেই
তাই নিজেকে বাঁচাতে ছাতা নিয়েই বেড়লাম,
আমার চার পাশে আকাশের অসংখ্য অশ্রু বিন্দু ঝরে পড়ছে
পায়ের তলায় স্রোতের মত তারা বয়ে যাচ্ছে ঢালু পথ টা ধরে,
আমি নির্বিকার,
হাঁটছি, গন্তব্য মোড়ের মুদি দোকান,
সেখানে এই অঝর জল ধারা দেখতে দেখতে যদি একটি সিগরেট জ্বালি
একটি প্রেমের কবিতা যদি ঘুর পাক খায় মাথার ভেতর
যদি স্মৃতি তার নথি পত্র ঘেঁটে দেখায় কারো হাত ধরে ভিজে ভিজে বাড়ি ফেরা এক দিন এমন সন্ধ্যায়-
যদি হেসে উঠি,
তাহলেও এজন্য আমার কোন পাপ হবে না
কেউ একটুও হৃদয়হীন বলতে পারবে না
বড়জোর দোকানের মাঝ বয়সী কোন ক্রেতা একটু সরু চোখে তাকাবে, এই যা।
রোজ টিভি চ্যানেলে দিকে দিকে যুদ্ধ দেখি
দেখতে দেখতে হাই তুলি, দেখে ঘুমোতে যাই,
দেখি সোমালিয়া কেনিয়া দারফুর এর দূর্ভিক্ষ
জীর্ন বসনে অর্ধনগ্ন কিছু কৃষ্ণ-কঙ্কাল জড়সর হয়ে আছে পৃথিবীর এক কোণে,
পার্কের বেঞ্চি তে গত দিনের যে পত্রিকা বিছিয়ে বসি
যেটা ঠাসা থাকে রক্ত ক্ষুধা হিংস্রতার সচিত্র বর্ননায়
যা দু দিনের বেশিও পুরোনো নয়
তারপর ও আমি নির্বিকার
এজন্য আমার কোন পাপ হবে না।
আমার পকেটের একটি সাদা রুমাল
এক প্যাকেট সৌখিন ফেসিয়াল টিশ্যু
এক বিশাল জল ভরা আকাশের তলে খুব ই সামান্য;
তাই নিজেকে বাঁচাতে ছাতা নিয়েই বেড়লাম,
আকাশের অশ্রু মোছে এমন কোন টিশ্যু নেই
নেই এমন কোন শুভ্র রুমাল..
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০২
আলম দীপ্র বলেছেন: সুন্দর ভাবনা এবং প্রকাশ । +