নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চাঁদ আসে আউসের ক্ষেত
হিজলের বন ফেলে পিছে
তারপর একা পায়ে উঠোনে এসে দাঁড়ায়
আমি অপেক্ষায় থাকি তুমি ও এক দিন এভাবে এসে দাঁড়াবে উঠোনে শিরিশ এর তলে।
আমি অপেক্ষায় থাকি,
অপেক্ষায় থাকি জলের স্রোতের মত
বাতাসে ভেসে আসা কন্ঠস্বরের মত
নিঃশব্দ চোখের মত হাজার টি শব্দের ভেতর স্বরব হয়ে উঠা একটি শব্দের,
দরজায় একটি মৃদু করাঘাতের,
ভারাক্রান্ত বর্ষনের রাতে ঘুমের মধ্যে তোমার নাম ধরে ডাকি।
এখন জলে আর প্লাবনে প্লাবিত উঠোন আমার,
এখন রোজ আকাশ আর মাটির কথা শুনি,
সেখানে ওরা কথা বলে
কথা বলে জলে ও জ্যোত্স্নায়,
জলের ডাকে অধরে নেমে আসা জ্যোত্স্না
দ্যুতি ছড়ায় বহু ভাঁজে কাটা হীরের মত!
©somewhere in net ltd.