নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক পাপ জমেছে
চোখে মুখে দাঁতের ফাঁকে,
অনেক পাপে হাত পঁচেছে
অনেক পাপের অনেক চিহ্ন ঢাকতে যেয়ে পাপ বেড়েছে।
চোখের পাতা খসার আগে অনেক পাপ আমি লুকিয়েছি
হাতের তালু বুকের ভাঁজে।
অনেক নদী জল গড়িয়ে সমুদ্রে যায়
এখন আমার পাপ হয়েছে সিন্ধুসম,
কিছু কিছু পাপ এখন আমার পরম প্রিয়
এ শরীরে লেপ্টে গেছে দিকচিহ্ন হীন নদীর মত।
আমার অনেক পাপ জমেছে বর্ননাতীত
আঙুল গ্রীবা কন্ঠস্বরে;
এখন আমার না চাইতে ই হাতের মুঠোয় পাপ ভরে যায়,
পাপ হয়ে যায় সকাল বিকাল
সকল কাজে সকল কথায় অনিচ্ছাতেই।
আমি এখন কঠিন কোন খুব ছোঁয়াচে ব্যধির মত
সুরার পাত্র চায়ের কাপে
গল্প কথায় শিল্প সুরে
নীতি আর নৈতিকতার ভিত্তিমূলে
'সন্দেহ' নামে পাপের অদম্য বীজ যাচ্ছি রেখে,
মানুষ মাত্র ই পাপের বাহক জন্ম থেকেই।
©somewhere in net ltd.