নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আসার কথা ছিল তাই
জামের ডাল থেকে খুলে ফেললাম দোলনার দড়ি,
সেলুন পালটালাম, পালটালাম চুল আঁচড়াবার ধরণ,
ধূলো কাঁদা র ছেলেমানুষ বন্ধু গুলোকে এড়িয়ে গেলাম,
হঠাত্ করে যুবক হয়ে উঠলাম
লিখে ফেললাম প্রথম প্রেম ও বিরহের কবিতা
ভাল লাগা নিয়ে চলে এলাম জোনাকি থেকে জ্যোত্স্নায়
নিয়ন্ত্রণ করলাম কন্ঠের আবেগ
এলোমেলো কথার ধরণ,
একদিন উঠোন ছেয়ে থাকা পুরো জাম গাছ টা ই কেটে ফেললাম স্বমূলে;
এখন জোনাকিরা নেই
নেই আলো ছায়ার লুকোচুরি
নেই জামের পাতার খসখস ধ্বনি,
এক জ্বলন্ত চাঁদ গিলে খাচ্ছে পুরোটা উঠোন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
এখন জোনাকিরা নেই
নেই আলো ছায়ার লুকোচুরি
নেই জামের পাতার খসখস ধ্বনি,
এক জ্বলন্ত চাঁদ গিলে খাচ্ছে পুরোটা উঠোন। -ভাল লাগল ৷
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +++++
শুভেচ্ছা ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
লিখে বলেছেন: ++++ :-)
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর