নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কই, কেউ তো ছিলো না!
কারো চোখে তো ছিল না একটুও আলোড়ন
ছিল না প্রতিশ্রুতি কোন
তবু আমি কার জন্য অপেক্ষা রাখি!
কার জন্য বাড়ি ফিরে কী-হোল এ চাবি দিয়ে ভাবি এই বুঝি ভেতর থেকে খুলে যাবে বন্ধ দুয়ার!
সর্বময় ঈশ্বরের পূজারি শুধু বলে গেছে বিশ্বাসের কথা,
বিশ্বাস নিয়ে মানুষ কত দিন বাঁচে?
আমি কি চেয়েছি, কি আমার অভাব- জেনেছে কে?
কে একটু হৃদয় দিয়ে শুনেছে বুকের ভেতর কতটা অশ্রুর প্রবাহ?
শুধু সর্বময় ঈশ্বরের পূজারি বলে গেছে দুধের নহর জাফরান জাইতুন সত্তোর হূর,
আমি কি চেয়েছি কোন নারীর শরীর?!
কতশত মানুষ অপেক্ষায় থেকে ফুরিয়ে যায় প্রতিশ্রুতি রাখবে ঈশ্বর
কত জন বিচ্যুত হয় অপেক্ষার দীর্ঘ প্রহরে
কিন্তু মানুষ কি চেয়েছে শুধুই
উবর্শীর জঠরে বীর্যের বীজ বুনে
চোখে ফলন্ত শষ্যের দখল,
অলিম্পাসের ভোগবিলাসী দেবতাদের জীবন?
মানুষের চাওয়া ই তো বৃষ্টির প্রতীক্ষাও আছে
আছে নীরব দুপুরের তুচ্ছ চাতকের ডাক..!
©somewhere in net ltd.