নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত ধরতেই কেঁপে উঠলো সে,
চোখে চোখ পড়তেই মনে হলো বড় বেশি এগিয়েছি
তাই চলে এলাম,
দু পা পুঁতে দাড়িয়ে গেলাম শান্ত বৃক্ষের মত ডালপালা মেলে,
কঠিন মাটি ভেঙ্গে জল তুললাম
ফুল ফোঁটালাম দশ টি আঙুলে,
হাতের তালু মেলে দিলাম নির্ভর নীড়ের মত,
খুব হাসলো সে এসব ছেলেমানুষীতে,
এ ডাল ও ডাল ঘুরে
তারপর উড়ে গেল পাখিদের রাজ্যে;
তার নাকি আকাশ ছোঁয়া সাধ!
ততদিনে আমি মাটির বন্ধনে বাঁধা
পৃথিবীর পরে একটি শান্ত নীরব গাছ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ++++
ভালো থাকবেন কবি
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮
কলমের কালি শেষ বলেছেন: পড়ে ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬
আলম দীপ্র বলেছেন: ++++++++ সুন্দর । অসাধারন । লিখতে থাকুন । আমার ব্লগে আসার নিমন্ত্রণ দিয়ে গেলাম ।