নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিয়রে মৃত্যু শুয়ে ছিল
আমরা মৃত্যুর ঘুমে
টিয়ের পালক ছোঁয়া সবুজ থেকে তুলতে চেয়েছি সোনালী ফসল,
আমাদের হাত ছিল না কৃষকের
ছিল না আমাদের চাষাবাদ এর কোন উপযুক্ত জমিন
বীজ সেচ জলের দখল,
আমরা শুধু ই হিজলের বন থেকে তুলেছি কাঁটার আঘাত
শিউলির রঙ্গিন বোঁটা থেকে চুষে নিয়েছি কষ্টের দাগ
ধুতুরা র সাদা শীতল শুভ্রতা;
শিয়রে মৃত্যু শুয়ে ছিল,
আমরা মৃত্যুর ঘুমে বুনে গেছি "স্বপ্নের বীজ"-
হতাশার আদিম পাহাড়।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭
টুম্পা মনি বলেছেন: আমরা মৃত্যুর ঘুমে বুনে গেছি "স্বপ্নের বীজ"-
হতাশার আদিম পাহাড়।
অসাধারণ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৯
কাব্য পূজারি বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: হতাশার মহা সাগর........................