নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল মোটে দু'টো গলির ব্যবধান
ক'টা সিঁড়ি ভেঙে পেরলেই হতো,
যাই যাই করে হয়ে গেল দূরত্ব হাজার সিঁড়ি,
একদিন চোখের সামনে দিয়ে দু'টো গলি থেকে
ছোট একটা রাস্তা বেড়িয়ে হঠাত্ ছুটে গেল ঝরণার মত-
লাফ দিয়ে পড়লো একটা মহাসড়কে,
তারপর এক গাদা জটলাগা প্যাঁচ
হিবিজিবি অচেনা এক শহরের ম্যাপ।
একসময় অবাক করে এ শহরের চার চাকার গাড়ি গুলো হঠাত্ শিখে গেল কম্পাসের ব্যবহার,
দ্রাঘিমা অক্ষাংশ জলের হিসাব,
পালতুলে দিল উপসাগরীয় স্রোতে!
ছিল মোটে দু'টো গলির ব্যবধান
ক'টা সিঁড়ি ভেঙে পেরলেই হত
যাই যাই করে চোখের সামনে এক সাগর ঢুকে গেল দু গলি বেয়ে।
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২১
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
দারুন কবিতা ।
শুভেচ্ছা ভ্রাতা
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।