নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সুন্দরের হাতে আলো দিলে
রাতের মোমবাতি চাঁদ হয়ে যায়
চারদিকে গলে গলে পড়ে জ্যোত্স্না,
সুন্দরের শাখায় ফোঁটালে ফুল
শুয়োপাকাটিও প্রজাপতি হয়ে যায়
বিষন্ন সকাল মেলে ধরে রংধনু আকাশ
কিন্নর কন্ঠে অপার্থিব সঙ্গিত নিয়ে ছুটে আসে সোহাগী নদী
পাথরে প্রথিত হয় ফসলের বীজ
তুমি যাকে দাও সব দাও
কোথাও প্রাণহীন মরুভূমি গড়
কোথাও করো অরণ্য সৃজন,
কারো হাতে তুলে দাও সোনার পান পাত্র
কারো বা তৃষ্ণার জল ও রাখো না।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা ভ্রাতা