নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁটা নেব, নেব রোমের আঘাত
তবু গোলাপ নেব না,
মানুষ ফুল দিয়ে ভুলে যায়
ভুল করে কাছে এসে দূরে যায়
কথা দিয়ে হঠাত্ ই মাঝপথে থমকে যায়
নির্বাক আবক্ষ মূতিতে,
সংবেদী রাত্রিতে যে চাঁদ আনে রূপোর থালায়
ঝরায় একাদশী জ্যোত্স্না
সে ই টেনে দেয় অমাবশ্যার চাদর
জানালায় বিষণ্ণ ভারী পর্দা,
দু'টি ডানা গুটিয়ে যে বসে বুকের ব্যালকনি ছুঁয়ে
সেই একা করে উড়াল দেয় বসন্ত রাত্রির দূর্বিনীত বরষায়;
হঠাত্ ই পাখি নেই
আকাশ নেই
তবু উড়ছে ডানা,
অপেক্ষার ধুপপুক শব্দ বুকের ভেতর!
ফুল নেই
গন্ধ নেই
বৃন্ত থেকে ছড়াচ্ছে মোহময় দ্যুতি
খোঁচাচ্ছে অদৃশ্য কাঁটা!
মানুষ পাখি হয়
মানুষ ফুল হয়
মানুষের খুব ভুল হয়,
মানুষ খুব ভুলো মন
মানুষ ফুল দিয়ে ভুলে যায়
ভুল করে কাছে এসে মন নিয়ে দূরে যায়
মানুষের খুব ভুল হয়,
মানুষের কাছ থেকে এই ভাল কাঁটা নেব
তবু গোলাপ নেব না।
২| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০
তানভীর আকন্দ বলেছেন: কবিতার ফ্লো টা ভাল লাগল।
"গোলাপ নেব না" এই না টা বেশ দৃঢ়তা নিয়েই প্রকাশ পেয়েছে...অভিনন্দন কবি