নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টের কথা গুলো শুধু নদীর কাছেই বলা যায়
ধাবমান নদী রাখে না কিছুই
কচুরীপানার ফুল, শামুকের খোল, শিকর বিচ্যুত গাছ, নুড়ি ও পাথর
সব ই সে টেনে নেয় বুকে,
দুঃখ গুলো খুলে শুধু আকাশের কে ই দেখানো যায়
বিশাল আকাশ দুঃখ নিয়ে মেঘ হয়ে যায়
ছড়িয়ে যায় সীমানা কাঁটাতার পেড়িয়ে,
অশ্রু গুলা শুধু বৃষ্টির কাছে ই জমা দেওয়া যায়
অঝর বৃষ্টি লুকায় তাদের
পথ চিনিয়ে নিয়ে যায় মাটির গভীরে,
বৃক্ষের কাছে অপেক্ষা রেখে দিলে
সে নিঁখূত গননায় জানায় সময়,
কিন্তু একাকীত্বের কথা গুলো
শুধু মানুষ কে ই বলতে হয়
অরণ্য আকাশ নদী কেউ মানুষের পরিপূরক নয়!
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা ।
শুভেচ্ছা রইল
৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
কলমের কালি শেষ বলেছেন: ভাবনাগুলো চমৎকার ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬
এমএম মিন্টু বলেছেন: অতি সত্য কথা লিখেছেন ভাই ।ভালো লাগলো কবিতা পাঠ করে । তিন