নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক একটা শীত আসে
একটা বিষণ্ণ নদীর মত
একটা দীর্ঘ পরিশ্রমী ভ্রমণের পর
যেন ঘুমে চোখ বোজে সবটা পৃথিবী,
নৈঃশব্দের সকল কিনার ছুঁয়ে ত্রস্ত পায়ে
যেমন নেমে আসে রাত
এক একটা শীত আসে
তেমনি ভেঙ্গে পড়া স্মৃতির ফ্রেমে
শুকনো ফুলের ফুলদানী ছুঁয়ে;
কুয়াশার দেওয়াল ভাগ করে চেনা পৃথিবী- দৃশ্য অদৃশ্যে,
যার ওপার থেকে মনে হয় কেউ একজন ফিরে আসবে হুট করে,
হারানো কেউ, যাকে চিনি !
সে কে?
সে কি সলজ্জ প্রেম,
অনুচ্চারিত ব্যথা,
নতমুখে নৈঃশব্দ্যের সকল কিনার ছুঁয়ে ত্রস্ত পায়ে
বিষণ্ণ নদীর মত একা ভীষণ একা
এক দীর্ঘ ভ্রমণের পর যে ভিরেছে ঘুমের কিনারে?
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: কুয়াশার দেওয়াল ভাগ করে চেনা পৃথিবী- দৃশ্য অদৃশ্যে,
যার ওপার থেকে মনে হয় কেউ একজন ফিরে আসবে হুট করে,
হারানো কেউ, যাকে চিনি !
সে কে? ++++++
ভালো থাকবেন ভ্রাতা