নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে পেলেই সব কবিতা লেখা ছেড়েছুঁড়ে স্বাভাবিক মানুষ হয়ে যাব
গলায় টাই ঝুঁলিয়ে অফিস যাব
ছুটির দিনে থলে হাতে যাব বাজারে,
বাজারের ফর্দের সাথে মিলিয়ে কিনবো তেল জিরা দারুচিনি,
দু আঙুলে মাছ টিপে দেখে কিনবো
দেখবো মাংসের রং ধনেপাতা লেবুর ঘ্রাণ,
তোমাকে পাবার পর একটা কবিতাও লিখবো না,
তোমার সাথে ঝগড়া করবো, রাগ ভাঙ্গাবো,
প্রয়োগ দেখাব প্রেম ও ভালবাসার সকল কৌশল।
কত শত মানুষ জীবনে একটি কবিতাও না লিখে দিব্যি সুখে আছে
খাচ্ছে ঘুমোচ্ছে ভালবাসছে
বেলাভূমিতে প্রিয় মানুষটির হাত ধরে সূর্যাস্ত দেখছে
নিরালায় মেলাচ্ছে ঠোঁট,
কবিতার সাথে শুধুই জলের সম্পর্ক
অনলের সর্বগ্রাসী দহন;
উপেক্ষা বিরহের দীর্ঘ প্রহরে যে কবিতার জন্ম তা আমার নয়
কবিতারা পাখা মেলে উড়ে যাক
ভ্রষ্ট সাধক কে অভিশাপ দিক,
কবিতা কে নয়
আমি শুধু তোমাকে চাই।
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
বলেছেন: +++++
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
মামুনূর রহমান বলেছেন: "কবিতারা পাখা মেলে উড়ে যাক
ভ্রষ্ট সাধক কে অভিশাপ দিক,
কবিতা কে নয়
আমি শুধু তোমাকে চাই।"
ভালো লাগলো ।