নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবেসে একবার চুমু খাব
তারপর ভুলে যাব পৃথিবীর দু ভাগ জল
আমাদের তখন এক দ্বীপ ঘাসের ঘর,
ভালবেসে একবার চুমু খাব;
পুর্নঃজন্মা মাটি ফসলের ডালা নিয়ে পড়ে থাক নিচে
আমরা পাখি হব উন্মুক্ত আকাশে,
উড়ে যাব, পেড়িয়ে যাব প্রাচীর ঘেরা উঠোন
আসন্ন শীতের প্রকোপ,
ভালবেসে একবার চুমু খাব,
তারপর যদি পুনঃজন্ম না আসে
যদি ফিরে এসে তোমাকে না পায়
যদি শূণ্য পড়ে থাকে এই নদী ঘাস আমাদের বিচরণের বাগান
যদি বুড়ো পাহাড় বুক খুলে দেখায় শুকনো গিরিখাদের নির্মম শিলা
পৃথিবীর দু ভাগ লোনা জল আমাকে ছোঁবে না
মাটিতে শয্যাপেতে সুখ নিয়ে চলে যাব মানুষের চিরকাম্য নিঃসঙ্গ ভ্রমণে;
ভালবেসে একবার চুমু খাব,
শুধু একবার পৃথিবীর বসন্ত তোমাকে দেবার জন্য ফোঁটাক একটি যোগ্য গোলাপ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
বাউল আলমগী সরকার বলেছেন: বাহ সুন্দর অনুভূতির সৃষ্টি