নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আসবে বলেছিল বসন্তের সবুজ দিনে
অপেক্ষায় একে একে কেটে গেল শীত গ্রীষ্ম পুরোটা বর্ষা,
ধূসর কার্নিশে গজিয়ে ওঠা সবুজ শ্যাওলা আবার ধূসর হলো
গাছেরা বদলে নিলো পত্র বাকল
বিনিময় করলো পরাগের চুম্বন,
তবু প্রতিশ্রুত বসন্ত এলো না;
বিকেল গুলো দারুন ধূসর হয়ে থাকলো
অকাল বৃষ্টিতে ভিজে এলো পাতা ঝরা ক্লান্ত বিষণ্ণ দিন
জানালায় আছড়ে পড়লো কুয়াশা,
আবারো ঘুরে ফিরে শীত এলো,
মাটি ফাঁটলো
রাস্তার পাশে তরমুজ ডাবের পশরা সাজিয়ে বসলো মৌসুমি দোকানী,
বর্ষাতি ছাতা হাতে নেমে পড়লো সবাই গন্তব্যে
কদম ঝরে গেল গুড়ো সোনার মত
শুধু বসন্ত এলো না!
কত শীত পরে বসন্ত আসে? আসে সুনীল সময়?
সে আসবে বলেছিল বসন্তের সবুজ দিনে
অপেক্ষায় একে একে কেটে গেল শীত গ্রীষ্ম দূর্বিনীত বর্ষা,
শুধু বসন্ত এলো না।
প্রকৃতিতে একবার হলেও সব খানে বসন্ত আসে
আসে পুনঃজন্মের সবুজ দিন
কারো বা এক জীবনেও আসে না।
©somewhere in net ltd.