নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের নদী আঁলতো করে ছুঁয়ে গেল ঘুমন্ত গাঁ,
এক সকালে সদ্য ফোঁটা শিউলি গুলো ভিজলো খুব কুয়াশায়
শুকনো পাতা ওম ছড়ালো সকাল দুপুর
গৃহস্থের বলদ জোড়া ঝিমিয়ে নিলো
ঝিমিয়ে নিলো পুব পাড়ার সবুজ টিয়ে
পালক মাঝে ঠোঁট লুকিয়ে,
উঠোনে হেলানো রোদ পড়তেই ভাগলো বিকেল
উষ্ণ চুমুর লোভ দেখিয়ে,
উঠোনে তখন উত্সবের ঘ্রাণ
উঠোন তবু উষ্ণ আঁচে ছাঁকা।
এদিকে শহর এগিয়ে গেল চাদর গায়ে
চড়িয়ে নিলো কোট কার্টিগেন গরম জামা
কুয়াশা কেটে এগিয়ে গেল গাড়ির শহর কয়েক শতাব্দী,
ফুরোলো শীতের শহুরে সকাল ট্রাফিক জ্যামে
বিকেল ফিরে গেল মৌন পায়ে
বৈদ্যুতিক আলোকছটায় আর দশ টা বিকেল যেমন ফুরায়,
ঘেমে নেয়ে ফিরলো সবাই অফিস বাসের ভীরের চাপে ব্যস্তপায়ে
শীতের কথা জানলো না কেউ
জানলো না কেউ চোখের সামনে শীত দাড়ানো,
শীতের কথা লিখতে যেয়ে সৌখিন শহুরে কবি কলামিস্ট লিখলো তবু
শীতে জুবুথুবু ঘুমন্ত গাঁ !
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
বাউল আলমগী সরকার বলেছেন: বেশ শীত লেগেছে------