নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট কিছু কবিতা লিখে কষ্ট শুধু বাড়িয়ে গেলাম
কি হলো কি? কবিতা নাকি?
নাম দিয়েছি জীবন কথন!
ঠিক হলো কি?
বুঝতে যেয়ে ভুল হলো কি অধিক কিছু?
খসলো কি আর প্রজাপতির রঙিন ডানা আনাড়ি হাতে,
আপন করার অভিলাসে গোলাপ ফুলের অকাল ঝরা?
ভুল হলো কি নষ্ট কিছু কথা কে আজ কবিতা বলা?
লুটিয়ে আছে ঘাসের উপর রঙিন ঘুড়ি
কি ওটা কি? আমার নাকি? আমার টা তো উড়ার কথা অনেক উঁচু ই
মেঘের পাঁচিল পেড়িয়ে যাওয়া!
পূর্ণিমা আর আলোর ছোঁয়ায় হীরের মত গড়িয়ে পড়া
ছড়ার মত পাহাড় বেয়ে ছলকে উঠা
কি ওটা কি? অশ্রু নাকি চোখের কোনে
আলোর ছোঁয়ায় পদ্ম পাতার জলের মত জ্বলতে থাকা !
২| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য
+++++
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
এমএম মিন্টু বলেছেন: কষ্ট শুধু বাড়িয়ে গেলাম