নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষ হারিয়ে যাচ্ছে

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

কিছু মানুষ হারিয়ে যাচ্ছে,
চোখের সামনে থেকে
হাতের মধ্য থেকে
বুকের ভেতর থেকে
হারিয়ে যাচ্ছে,
আমি চুপচাপ দেখছি
কিছু মানুষ, হারিয়ে যাচ্ছে;
স্বার্থে যাচ্ছে
প্রতিশোধে যাচ্ছে
অভিমানে যাচ্ছে
আমি দেখছি শুধু তাদের ফেলে যাওয়া প্রস্থানের পথ;
বুকের ভেতর হাহাকার দেখছি
চোখের ভেতর শূণ্যতা দেখছি
হাতের ভেতর থেকে হাত সরে গেলে দেখছি শূণ্য করতলে চেয়ে আছে শুধুই ইজিবিজি রেখা,
সেখানে কি লেখা আমি জানি না,
জানি না আর কতটা হারাবো
কেন ই বা হারাচ্ছি,
শুধু জানি কিছু মানুষ হারিয়ে যাচ্ছে,
চোখের সামনে থেকে
হাতের মধ্য থেকে
বুকের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে নিঃশব্দে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

আলম দীপ্র বলেছেন: বেশ সুন্দর !

২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালো লিখেছেন ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

 বলেছেন: ভাল লিখছেন+++

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

মামুনূর রহমান বলেছেন: "শুধু জানি কিছু মানুষ হারিয়ে যাচ্ছে,
চোখের সামনে থেকে
হাতের মধ্য থেকে
বুকের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। "

সুন্দর +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.