নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁকো দিয়ে দুপাড় বেঁধে ফেললে
মানুষ আর জল ও চেয়ে দেখে না,
না শোনে বৈঠার শব্দ
না ছোঁয় আর গলুই এর কাঠ,
সাঁকোর তল দিয়ে তবু বয়ে যায় নদী,
নদী বিকারহীন।
জলের কোলে যাদের কেটেছে শৈশব, কৈশর, এতোটা বেলা,
জলের ছায়া মেখে যে মানুষ ফিরেছে সায়াহ্নে ঘরে
তারা সব বেমালুম ভুলে যায় পেছনের কথা,
বাড়ি ফেরার আগে পারাপারের পথে যারা একবার ধুয়ে নিত পা
তারা নির্বিকার ধূলোর বিষ্ঠা মেখে ফিরে যায়
ফেরে শিল্পায়নের রাসায়নিক ছাপ নিয়ে মুখে
তবু একবার জলের দিকেও ফেরে না,
সাঁকো বন্ধি মানুষ কখনো ফেরে না পেছনে,
সাঁকোর তল দিয়ে তবু বয়ে যায় নদী,
নদী বিকারহীন।
©somewhere in net ltd.