নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অভিন্ন স্মৃতি

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

হয়তো মানুষ ফেরে না
তবে স্মৃতিরা ফিরে আসে,
যতবার ওদের তাড়াই সব ফিরে আসে স্বদলবলে,
চলে গেছে যখন ভাবি দেখি
সব ঝুলে আছে উঠোনের তারে
রোদে মেলে দেওয়া মায়ের দামি শাড়ির মতন,
আলমারি র বন্দি শাড়ির গা থেকে পুরনো নেপথলিনের গন্ধ খুলে
স্মৃতিরা গায়ে মেখে বসে আছে নির্বিকার!
যেন ওদের প্রস্থানের কোন পথ নেই জানা
মানুষের যেমন পথ নেই পেছনে যাবার।

মাঝে মাঝে স্মৃতিদের উপর এসে পড়ে প্রখর জ্যোষ্ঠের রোদ
একে একে আলমারি ট্রাঙ্কের ভেতর থেকে সব বেড়িয়ে পড়ে
লাল ইটে বাঁধানো ক্রিসেন্ট লেকে ভাসতে থাকে আলৌকিক শুভ্র রাজহাঁস,
নির্বিকার ঝুলতে থাকে প্যান প্যাসিফিক এর সামনের বহুজাতিক পতাকায়,
জানালার ঝালর দেওয়া পর্দা
বারান্দায় শুকাতে দেওয়া শার্ট আর মোজায়,
যেদিকে তাকায় স্মৃতি, স্মৃতিদের ছাপ
ফুলদানি বুকসেলফ দরজার পাশে ঝুলানো বাবার তসবি
লাল মকমলের জায়নামাজের পড়ে সোনালী কাবার ছবি
দেওয়ালে ফ্রেমে বাঁধানো আমার দশ বছর বয়স !
আমি অবাক বিস্ময়ে দেখি ওদের অবাধ প্রবেশ,
পৃথিবীতে সুখ বা দুঃখের বলে আলাদা কোন স্মৃতি নেই
স্মৃতি মানেই হারিয়ে যাওয়া কিছু
স্মৃতি মানেই ব্যথার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

নীল অনুভব বলেছেন: হু...!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

অনেক শুভকামনা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.