নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
বালিতে পায়ের দাগ, দুটি নয় দুই জোড়া,
হেঁটে গেছে সমুদ্র স্নানে
হয়তো হাত ছিল হাতে সূর্যাস্তের আলোয়;
বালিতে পায়ের দাগ, দুটি নয় দুই জোড়া...
২.
এইখানে নদী ভাগ হয়ে গেছে
এক পথিক গাছ কোন দিকে যাবে না বুঝে দাড়িয়ে পড়েছে
শিকড় নামিয়ে দীর্ঘ ধ্যানে, ঐশী নির্দেশে;
এইখানে নদী ভাগ হয়ে গেছে,
অথচ পথ ভাগ হয়ে গেলে আমরা কখনো দাড়াতে পারি না দু দন্ড সে খানে
চলে যাই ডানে বায়ে উত্তর দক্ষিণ !
৩.
মাটিতে নামার অধিকার নেই, না জলে,
তাই আকাশেই উড়াউড়ি,
মাটি সব ভাগ হয়ে গেছে কাঁটা তারে
জল সব দ্রাঘিমায়,
আকাশ অসীম তাই
আমি দুপুরের আকাশে নিঃসঙ্গ ভাসমান চিল!
৪.
এক দিন কার্তিকের মাঠে কোন কাকতারুয়া থাকবে না
পুকুরের জলে টোপ ফেলবেনা কেউ
নদীতে থাকবে মাছের অবাধ চলাচল
এক দিন মানুষের সব অভিনয় জমা হবে থিয়েটারে....
৫.
যা লিখতে চেয়েছি লিখতে পারিনি কানাকড়িও
যা করার ছিল করিনি কিছুই
সব ই ছড়িয়ে রয়েছে
মেঝে বিছানা এলোমেলো চাদর,
তবু জানালায় একটা খুব গোছানো উচ্চভিলাসী বাঁধানো ছবি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !