নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা দু'জন দু'জনকে ভালোবাসতে বাসতে একদিন বুঝলাম-
আমরা ক্লান্ত,
আমাদের আর বলার মত কোন কথা নেই !
একদিন মেঘের দরজা খুলে খুব বৃষ্টি হলো জানালার ওপাশে,
ভিজলো ব্যালকনির টবে লজ্জাবতী, গোলাপের চারা,
কালো শানের পুরোটা ছাদ,
আমরা কোন উচ্ছাস দেখালাম না
ভালোবাসতে বাসতে যেন একদিন আমারা পেরিয়ে এলাম সব টা পথ!
আমরা সমুদ্রের কাছে গেলাম ক্লান্তি ধুতে
অথচ আমরা কেউ ই সমুদ্র ছুঁলাম না
আমাদের চোখ ছুঁয়ে পড়ে থাকল নিস্তরঙ্গ সমুদ্র।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪
এন ইসলাম রনি বলেছেন: বয়সের ভারে নুজ্যদের নিয়ে কেউ কিছু লেখে না অন্তত আমাদের বয়সের কেউ। এমন কি বৃদ্ধ রা ও না! বিকজ বৃদ্ধ রা ইন্টারেস্টিং সাবজেক্ট না
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০
অপূর্ণ রায়হান বলেছেন: এটা বেশী ভালো লেগেছে ভ্রাতা।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬
এন ইসলাম রনি বলেছেন:
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
সাজিদসামহয়ার বলেছেন: ভালোবাসাতেই ক্লান্ত ভালবাসা .।.।.।.।.।।। সুন্দর লিখা
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
সাজিদসামহয়ার বলেছেন: এই ' আমরা ' কারা ? তরুণ তরুন না বয়সের ভারে নুজ্য পৌঢ় দম্পতী ?