নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা না হয় একটু প্রসঙ্গ বদলাই
প্রেম নিয়ে বহু হয়েছে কথন বাক-বিতন্ড,
শিমুলের ডাল কি আর বার মাস ফুলে শোভিত থাকে?
কিছু টা সময় সে সবুজ, কিছুটা রিক্ত কাঁটা হাতে
কিছুটা সময় সে উড়িয়েছে সম্পদ শুভ্র খামে,
প্রেম কি বার মাস একরূপে থাকে?
আমরা অভিযোগের আঙুল যদি তুলি
যদি স্মৃতি ঘেঁটে মাপি প্রেম ও অপ্রেম
আমাদের কিছু রবে না ভালোবেসে,
তবু কিছু তো ছিল?
আজ এলোমেলো খুঁচরো আবেগ দেখিয়ে যদি তাকে চিহ্নিত করি,
যদি বই থেকে তুলে আনি শুকনো গোলাপের হাড়কোর ফসিল
নিশ্চুপ ক্যাফেটারিয়ার করিডোর থেকে চামড়ায় ওষ্ঠের দাগ
তারপরও কিছু থাকে,
অবেলায় বেলা পড়ে এলে দিন ফুরাই তবে চাঁদে তো সূর্য থেকেই আলো আসে;
প্রেম কি বার মাস একরূপে থাকে?
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ কবি..........!
শুভকামনা রইল