নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জানালা জুড়ে শীতকাল
শার্সিতে জমে আছে অভেদ্য তুষার,
পাতা নেই কুড়ি নেই ডালে
যিশুর ক্রুসের মত দু পাশে দুবাহু মেলে দাড়িয়ে আছে মৃতপ্রায় গাছেদের সারি,
আমার পুকুর জুড়ে বরফের মাঠ,
এই করুন শীতে আমি শুধু দু ঠোঁটে রোদ নিয়ে বসে আছি স্ফিংস এর মত দিগন্তে চোখ রেখে,
সে যদি আসে সব বরফের নদী বেয়ে
সে যদি এসে উষ্ণতা চাই
যদি তার প্রয়োজন হয় ফেরার..
একবার যে ভালোবেসে করে গেছে হৃদয় অবাদ
এই নিষ্ফলা বুকে আমি তার জন্য রেখেছি সূর্যের বীজ
রেখেছি উষ্ণ জলের রোমাঞ্চিত নদী
এই কঠিন নির্দয় শীতের সম্ভোগের মুখ থেকে একটা আগুন রং সূর্য ছিনিয়ে দাড়িয়ে আছি,
সে যদি ফেরে,
যদি তার প্রয়োজন হয় ফেরার...
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !