নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসবো, ভালোবাসবে?
আমার একটু উষ্ণতা চাই
চাই একটু ওষ্ঠের আগুন স্পর্শ এই অন্ধ বিবরে,
একজোড়া হাত- যে একবার চুমু খাবে আমার হ্মত ই;
আশ্চার্য সুন্দর দু'টি হাত যদি রাখ
আমি নিজহাতে সেলাই করে নেব এই ভাঙ্গা ফাঁটা বুক
নিভিয়ে নেব তুষের আগুন।
ভালোবাসবো, ভালোবাসবে?
তোমার সুনীল চোখ দু'টি জল নিয়ে যেসব রাজপুত্রের ব্যখা খোঁজে
যার জন্য গোচ্ছিত রেখেছো দেহ গ্রীবা ব্যাকুল হৃদয় ঐ সোনালী চিবুক
সে সব অনাচারীর দল গণিকার যোনিদেশে চুমু খেয়ে শয্যায় তুলেছে একশ প্রেয়সী,
পৃথিবীতে সব যুগে এমন ই হয়েছে
যারা নষ্টের দাগ ঢেকে সুগন্ধী মেখে এসেছে তারা সব পেয়েছে স্বর্গে অধিকার,
আমি এক ভিখেরী কাঙ্গাল দেহ বহুব্যবহৃত ওষ্ঠ নিয়ে
তার থেকে বেশি ঝড় অগ্নি দাবানলের তাড়া খেয়ে ফেরা অপ্রতিরোধ্য বন্য নাম পদবী হীন,
অলখ্যের সব নিয়ে এলাম চোখের কিনারে
ভালোবাসবো, ভালোবাসবে?
যদি জানতে চাও এই হাতের কারুকাজ আর যতটা খেলা এই আঙুলেরা জানে
এই ওষ্ঠের পানপাত্রে পড়েছে কত মদ্যপ চুমুক
এই দেহ শরীর ঘিরে কতটা ব্যবহার
সব নথি দেখে নিতে পার সব ক্ষতর কারণ।
আমার একটু আশ্রয় চাই
চাই পায়ের দৃঢ়তা
পরজীবি ছায়া দু চোখ আঁকড়ে বাঁচার;
ভালোবাসবো, ভালোবাসবে?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
লিখে বলেছেন: অসাধারণ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো