নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা একা চলে এসেছি অনেক টা দূর
পদ্মার সবচেয়ে বিপজ্জনক ভাঙনের ধারে,
এখন ফিরতে ভয় লাগে,
স্বপ্ন দেখতে ভয় লাগে, দরজার কড়া নড়লে ভয় লাগে, ফোনের রিংটোনের শব্দে ভয় লাগে
যদি তুমি ডাকো,
যদি তুমি জানাও কাল ফিরে আসছো
আর সেই মুহূর্তে জলের ঘূর্ণি ভেঙ্গে নেয় পুরোটা ঘর,
এখন ভয় লাগে,
বিশ্বাস কর বড় ভয় লাগে,
স্বপ্ন ভাঙার ভয় থেকে বড় ভয় আর কি আছে মানুষের?
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
জাহিদ জুয়েল বলেছেন: বিশ্বাস কর বড় ভয় লাগে
অসাধারণ হইছে
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
নুরএমডিচৌধূরী বলেছেন: স্বপ্ন ভাঙার ভয় থেকে বড় ভয় আর কি আছে মানুষের?
দিলেন ত ভাই
ফাটাফাটি
++++++