নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
দাড়িয়ে রেয়েছি এক যুগ এককোটি বছর
দাঁড়িয়ে রয়েছি বৃক্ষ হয়ে লাজলজ্জা ভুলে চৌরাস্তায়
দাড়িয়ে রয়েছি ফুল ও রিক্ত ডালে
বসন্ত ও শীতে।
দাড়িয়ে রয়েছি নদী বুকে বালুচর ধরে
দাড়িয়ে রয়েছি জলে ও কাশফুলে
বর্ষা ও শরত্ এ;
দাড়িয়ে রয়েছি জ্যৈষ্ঠ আষাঢ়ের ঢলে মাটি ছুঁয়ে মেঘের সবুজ পাহাড়,
তোমার জন্য এ পথ চেয়ে দাড়িয়ে থাকা
তোমার জন্য এই অযাতীত প্রবেশ
বৃক্ষের সমাজ এই বক্ষস্থলে।
২.
আজ বন্ধের দিন সবখানে শাটার পড়ে আছে
জানালায় লাগানো কাঠের দেওয়াল,
ব্যাঙ্ক বীমা স্কুল অফিস দোকান-
পুরো শহর বন্ধ বলে
প্রেম কি থেমে যাবে?
শীত কি ভীষণ বর্ষায় প্রেম কি থামে?
কোন স্বৈরাচারী স্যান্ধ্য আইনে থেমেছে কখনো?
৩.
মানুষের বিছানা ছেড়ে যখন অরণ্যের কাছে এলাম
গাছেরা ছায়া দিলো-
মেলে প্রসারিত বাহু,
মাথার তলে বাড়িয়ে দিলো শেকড়ের বালিশ,
চাদরের অভাব মেটাতে ঝরিয়ে দিলো পাতা সর্বস্ব
মানুষের নষ্ট গন্ধ সরাতে ফোঁটালো বিশুদ্ধ সুগন্ধি ফুল।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১
নিলু বলেছেন: অনেক ভালো