নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে ঘুম থেকে জেগে উঠলো কিছু মানুষ
ঠিক করে বললে জাগানো হলো,
ধূলো ঝেড়ে জাগানো হলো কিছু স্মৃতি,
স্মৃতি ও নয়, স্মৃতি ক্ষয়ে ঠেকেছে কাগুজে ইতিহাসে
অবশেষে সেই ইতিহাসের হাড়গোড় টেনে তুলে ই মালা পরানো হলো
বিশুদ্ধ আত্মা জাগাতে ধূপ কাঠি নিয়ে বসে পড়লো জাগরণের পুরোহিতের দল
একে একে এলো ঝালমুড়ি পাপড় চটপটি ফুচকা সাথে মানুষের সর্বগ্রাসী ক্ষুধা,
চাহিদা বুঝে শাড়ি চুড়ি জুতা লেডিস ব্যাগ থেকে এলো সৌখিন আসবাব, দেশি বিদেশি প্রসাধন,
রকমারি বই এর ভেতর এলো মৈথুন কৌশন,
ফ্যাসান সচেতন মানুষ গায়ে জড়ালো ঐতিহ্যবাহী পোশাক
কেউ ইতিহাসকে ই তুলে নিয়ে এলো পোশাকে,
থিয়েটার নাটকের মঞ্চগুলো নিরবচ্ছিন্ন আওড়ে গেল ইতিহাসের পাতা
তবু দর্শকের অভাব হলো না একটুও
অডিটরিয়ামের সাশ্রয়ী আলো-আঁধারের মুহূর্ত কিনে নিতে
লাইন পড়ে গেল টিকিট কাউন্টারে;
মঞ্চ থিয়েটার মেলার গেট বিনোদন কেন্দ্র গুলোয় উপচে পড়লো মানুষের ভীড়
সকলে চেতনা কিনতে ব্যস্ত
আয়োজক রা ও ছাড় দিচ্ছে বিস্তর
দিন শেষে সকলের ঘরে পৌঁছে যাওয়া চাই চেতনার সুভেনিয়র!
©somewhere in net ltd.