নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিকড় উপড়ে নিলে
পিছুটান ফেলে শুধু ভেসে যাওয়া
তবু একবার ভুলে ঘরের কাছে এলে
বাতাসে ভেসে আসে শৈশবের বীজ
মৃত ডালপালা ছাড়ে আশ্চার্য কুশি
তড়তড় করে বেড়ে উঠে অনুসন্ধানী ডাল,
ঘরের কাছে এলেই বেড়িয়ে পড়ে নতুন করে গুচ্ছ শেকড়,
শিকড়ের আহ্বান বুকে বসে থাকে ভিটে,
মঙ্গল দীপ জ্বেলে রাখে ঘর;
ঘর যাদুমন্ত্র জানে,
দিতে জানে ক্ষতয় নিপূণ সেঁলাই।
©somewhere in net ltd.