নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার সমুদ্রের কাছে যাই
একবার পাহাড়ের কাছে
তবু আকাশ অস্পর্শী ই থেকে গেল, নীল অধরা ই;
নীল পাহাড়ের সারি দেখে ছুটে গেলে দেখি শুধু সবুজ—
চিরহরিত্ বৃক্ষের রাজ্যপাট,
আকাশ ছুঁয়ে থাকা পাহাড়ের চূড়ায় দাড়ালে দেখি
আকাশ মোটেও ছোঁয়নি তাকে
ছুঁয়েছে পথভ্রষ্ট মেঘ,
পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখি নীল
আকাশ ছুঁয়ে আছে দিগন্ত রেখায়,
কাছে গেলে দেখি শুধু ফেনিল সফেদ ঢেউ
দু হাতে ছুঁলে আর তাও থাকে না,
পাড়ি দিলে দেখি দিগন্তের ওপাশে আবারো মাটি,
ফসলের ক্ষেত, আঙুর অথবা শিমের টাল, লেপা-পোছা মানুষের সংসার,
এভাবে বার বার তোমার কাছে এলে দেখি কিছু নেই
দূরে গেলে বুঝি ভালোবাসা আছে
পৃথিবীর তিন ভাগ জলের উপর জেগে থাকা একভাগ স্থলে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
ওয়্যারউলফ বলেছেন: চালিয়ে যান।