নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
ওগো সোহাগী নদীর ধবল জোয়ার
এই জ্যোত্স্না ধবল রাতে নিয়ে যাও ওগো বিরহেরে
নিয়ে যাও কলুষের দহনক্রিয়া জলের ক্ষরণে
তোমার পূর্বজন্মের জলে ডুবে ডুবে জলজ হয়ে আছি ভাসার অপেক্ষায়
তোমার জলে আমারে নাও
মালা ধূপ বিষে নীল লক্ষিন্দরে।
২.
বেহুলা গাঙের ঢেউ বাতাসে জলের কথা নিয়ে আসে,
চারিদিকে উধাও নদী ধূ ধূ মরা খাল
আমি তার উপনদী বয়ে চলি শিরায় শিরায় তবু
দুপাশে গ্রাম রেখে পানের বরজ,
ধানের চিরোল পাতার সবুজের স্মৃতি ছুঁয়ে চলি;
বেহুলা গাঙের ঢেউ বাতাসে জলের কথা নিয়ে আসে,
আমি তার সহোদরা নদী বয়ে চলি নিরবধি বুকের ভেতরে।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২
নিলু বলেছেন: সারাজীবন শুনেছি যময বাচ্চা হয় আর এখন শুনলাম যময কবিতা , আপনাকে ধন্যবাদ
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০
এন ইসলাম রনি বলেছেন: মাথার ভেতর এই দুই চরিত্র ঘুরপাক খাচ্ছিলো কিন্তু লিখতে যেয়ে নাম দু'টি হয়ে গেল ভিন্ন অর্থে! আমরা যা ভাবি করতে গেলে তা কখনো ই হয় না। জোর করে তা করানোও ঠিক না। তাই স্তস্ফূর্ত চিন্তা ধারার একটা ফ্লো বইয়ে দিলাম.. কিন্তু সাবজেক্ট যেহেতু প্রায় এক এবং একসাথে লেখা যমজ তো বলা যেতেই পারে, নাক?
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
ওয়্যারউলফ বলেছেন: পড়তে ভালই লাগলো তবে দুর্বোধ্য।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
এন ইসলাম রনি বলেছেন: আমার মনে হয় সহজ অথচ দুর্বোধ্য। থিম টা প্রকাশে সামান্য দুর্বোধ্যতা আছে। কারণ দুর্বোধ্য শব্দ আমার দ্বারা লেখা সম্ভব না। কি যে ভুল ভাল বানান লিখবো আর তার কি অর্থ দাড়াবে সেই ভয়ে
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: দু'টি যমজ কাব্য ভাল লাগলো।