নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যাও তোমায় কিছু অশ্রু দিলাম
পানসি ভাসাও
ভাসাও তোমার নাও,
দেখি পানসি তুমি উজান ভাটি কোন দিকে তে বাও।
২.
আখি আর চোখে চেয়ে থাকে চার নেত্রে
দু'জনে কথা হয় অশ্রুতে
জলের ভাষায় নীরব সরবরে।
৩.
যেই সব প্রেম কুয়াশার মত কথা কয়
কুয়াশার মত নিজে নিজে ছড়ায়
যারা স্তব্ধতা ডেকে আনে
তারা, তারা শুধু জানে
একা একা ভালোবাসতেই জানে।
৪.
হারিয়ে ফেলা অনেক জিনিস অশ্রু হয়ে হাসে
হাতের ফাঁক গলে পালিয়ে যাওয়া হিরক খন্ড
চিকচিকিয়ে চক্ষুজলের মাঝে।
৫.
ঠোঁট চুষেছে বিষ,
বিষ নিয়েছি বুকে,
বিষ ঢুকেছে রক্ত শিরায়
প্রেম ঢুকেছে কিসে?
৬.
জায়গা নেই তিলপরিমান, কিছু
মুছে ফেলা ভালো,
দরকার এবার ঘর গোছানো;
তবু গোছাই কি করে বল,
চৌকাঠের এপাশে ই যে সব ঝড়
ধূলোর মেঝেতে পায়ের চিহ্ন
এলোমেলো।
৭.
মিথ্যা দিয়ে খোলা যায় সকল তালা
সত্য দিয়ে কিছু ই খোলে না
লোহা দিয়ে হার বানালে তাকে শেকল বলে
বানালে কাঁকন বলে হাতকড়া।
৮.
আর যা ই কর দরজার চাবি টা আমাকে দিয়ে তারপর দরজা বন্ধ করো,
সকল আরম্ভের আগে প্রস্থানের পথ টা চিনে রাখা ভাল।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: চমৎকার অণুকাব্যে ১ম ভাল লাগা।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !