নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু'চোখে বড় বেশি ছানি পড়ে গেছে
কাটানো ভাল,
তবে কাটাবো কি এখন তো লাভাস্রোত দু'পায়ে মাড়িয়ে যাই
আগুন কে সূর্যমুখী ভেবে দু হাতে তুলে নিয়ে আসি
ছোট ছোট মৃত্যু গুলো কে কোল বালিশের মত জড়িয়ে ঘুমাতে যাই
সে তো এই স্বেচ্ছা অন্ধত্বের দেওয়াল আছে বলেই;
যদি অন্ধত্ব শেষে একদিন চোখ খুলে দেখি প্রেমের হাতে কাঁটা নিয়ে ফিরি
ঘরময় সাজানো দুঃখের সো-পিস
শিওরের বালিশে শুয়ে আছে দুঃস্বপ্নের ফনা তোলা সাপ,
সেদিন পোড়া অসহ্য যন্ত্রনা নিয়ে কি করে দাঁড়াবো আয়নায়?
কি করে পার হবো ভয়াল লাভা স্রোত
কি করে ফিরে যাব!
কি করে সেদিন তোমার উপেক্ষা কুড়াবো?
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
লিখে বলেছেন: ভালো লাগলো।