নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে নাকি আমাকে প্রায় ই দেখে
গত পরশু ও নাকি আমি শাহবাগে ফুল কিনেছি,
অথচ সে জানে আমার কেনা সব ফুলের ঠিকানা তার দরজা;
সে দিন বললো আমাকে দেখেছে রাজুভাস্কর্যের সামনে আড্ডা দিচ্ছি,
অথচ সে ছাড়া আমার কোন বন্ধু নেই!
আজো নাকি আমি ফার্মগেটে কার সাথে দাড়িয়ে ছিলাম সিএনজির অপেক্ষায়,
তারপর বললো হয়তো আমি নই
আমার মত শার্ট পরা কেউ
হয়তো তার চুলের ধরণ অবিকল আমার মত..
আজকাল সে নাকি আমাকে প্রায় ই দেখে,
আজকাল আমি খুব সহজে হয়ে যাই চেনা একটা শার্ট, একটা চুলের ধরণ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: আজকাল আমি খুব সহজে হয়ে যাই চেনা একটা শার্ট, একটা চুলের ধরণ। +
ভালো লিখেছেন।
অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
জোহরা উম্মে হাসান বলেছেন: অন ব দ্য কবি !